বাংলা৭১নিউজ,ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে লকডাউনে মানুষজন আগের চেয়ে বেশি সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর হয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় নতুন রিঅ্যাকশন ইমোজি নিয়ে হাজির হচ্ছে ফেইসবুক।
নতুন ইমোজির নাম দেওয়া হয়েছে ‘কেয়ার’ ইমোজি। আগামী সপ্তাহ থেকে ফেইসবুক অ্যাপ ও মেসেঞ্জারে তা পাওয়া যাবে বলে টুইটারে ঘোষণা দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।
“আমরা ফেইসবুক ও মেসেঞ্জারে নতুন ‘কেয়ার’ প্রতিক্রিয়া চিহ্ন যোগ করতে যাচ্ছি। যাতে এই অভূতপূর্ব সময়ে মানুষজন একে অপরের প্রতি তাদের সমর্থন শেয়ার করতে পারে।”
ফেইসবুক, মেসেঞ্জারে যোগ করার জন্য এরই মধ্যে হার্টের আদলে একাধিক ‘কেয়ার’ ইমোজি প্রস্তুত করা হয়েছে। কঠিন করোনাকালে বন্ধু-বান্ধব ও পরিবার পরিজনের প্রতি আরও সহজে সহানুভূতি ও সমর্থন জানানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।
বর্তমানে ফেইসবুক ও মেসেঞ্জারে যেসব ইমোজি রয়েছে তাতে লাইক, লাভ, স্যাড, ওয়াও, হাহা ও অ্যাংরি অনুভূতি প্রকাশ করা যায়। এসবের সঙ্গে এবার যোগ হবে ‘কেয়ার’ ইমোজি বাটন।
বাংলা৭১নিউজ/ইউআর