বাংলা৭১নিউজ,ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কম্পিউটার উইংয়ের পরিচালক (যুগ্ম সচিব) এবং বিসিএস নবম ব্যাচের (পরিসংখ্যান) ক্যাডার জাফর আহম্মদ খান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিবিএস সেন্সাস উইংয়ের উপ-পরিচালক মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জাফর আহম্মদ খান শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সরকারি কর্মচারী হাসপাতালে পরলোকগমন করেন।
যুগ্ম সচিব জাফর আহমেদ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বাংলা৭১নিউজ/জেআই