বাংলা৭১নিউজ,ঢাকা: করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব খুরশীদ আলম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, খুরশীদ আলম সর্বশেষ যুগ্ম-সচিব হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
কিছুদিন আগে তিনি পিআরএলে গেছেন। খুরশীদ আলম করোনায় আক্রান্ত হয়ে বাসাতেই ছিলেন বলে তিনি জানান।
খুরশীদ আলম ছিলেন বিসিএস ৮৬ ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য।
তার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে অফিসার্স ক্লাব, ঢাকা।
বাংলা৭১নিউজ/এমকে