বাংলা৭১নিউজ,ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা বাহাউদ্দিন বাবুল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
বাদ জোহর উত্তরার মালেকা বানু মসজিদে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
বাবলুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।
তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের পরীক্ষিত নেতা ছিলেন বাবুল। তার মৃত্যুতে জাতীয় পার্টি একজন একনিষ্ঠ ও ত্যাগী নেতাকে হারালো। দল তার অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
এ ছাড়া জাতীয় পাটির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা বাহাউদ্দিন বাবুলের মৃত্যুর শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন বাহাউদ্দিন বাবলু।
বাংলা৭১নিউজ/এমএস