বাংলা৭১নিউজ,(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র হাজেরা বেগম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার রাত সোয়া ১১টায় রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ছিলেন। কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
হাজেরা বেগম উপজেলার চান্দরা এলাকার লতিফ দেওয়ানের স্ত্রী। সকালে তার নিজ এলাকা চান্দরায় দেওয়ান আইডিয়াল স্কুলে দুটি জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী, প্যানেল মেয়র শামছুল আলম সরকারসহ গন্যমান্য ব্যক্তিরা জানাজায় অংশ নেয়।
বাংলা৭১নিউজ/এফএ