বাংলা৭১নিউজ,(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া হত-দরিদ্র দিনমজুরদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তারসহ প্রশাসনের লোকজন নিয়ে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার মালনী আশ্রয়ন কেন্দ্রসহ আশপাশের বিভিন্ন এলাকায় গিয়ে হত-দরিদ্র দিন মজুরদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন।
জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, সরকারের পক্ষ থেকে শনিবার পর্যন্ত জেলায় মোট ২০১ মেট্রিকটন চাল ২১০০ শত পরিবারের মাঝে পৌঁছে দিয়েছেন। এ ছাড়াও ৫ হাজার পরিবারকে বাজার সদায় করার জন্য নগদ ৬ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এইচএ