শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

কমেছে পেঁয়াজ-সবজির দাম

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: বাজারে পর্যাপ্ত শীতের সবজি সরবরাহ বেড়েছে এজন‌্য দাম কমেছে অধিকাংশ সবজির।

আজ সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, জিগাতলা কাঁচাবাজার, রায়ের বাজার সিটি করপোরেশনের মার্কেট ঘুরে দেখা গেছে, বাজারে পর্যাপ্ত শাকসবজি রয়েছে। কিন্তু তুলনামূলকভাবে ক্রেতা কম। 

এদিকে বাজারে পেঁয়াজের দাম ও কমেছে কেজিতে প্রায় ২০ টাকার মতো। দেশি পেঁয়াজ ২০ টাকা কমে বিক্রি কেজি ১২০ টাকা। মিশর থেকে আনা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। এছাড়া পাতাসহ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা।

এছাড়া করলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা, শসা প্রকারভেদে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, মূলা ২০ টাকা, পটল ৪০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি পিস ৬০-৭০ টাকা, পেঁপে ২০ টাকা, ফুলকপি প্রকারভেদে ৪০-৫০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, কচুর লতি ৩০ টাকা, লাউ প্রতি পিস ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, নতুন আলুর কেজি ৩৫ টাকা এবং পুরনো আলুর কেজি ২০-২৫ টাকা।

প্রতি আঁটি লাল শাক ১০ টাকা, মুলা শাক ১০ টাকা, লাউ শাক ১৫ থেকে ২০ টাকা, পুঁই শাক ১০ টাকা আঁটি।

মাছের বাজারে গিয়ে দেখা গেছে, এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকা, মাঝারি ইলিশ ৬০০ থেকে ৭০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৯০০ টাকা প্রকারভেদে। পাবদা মাছ ৫০০ টাকা কেজি, রুই মাছ ২২০ টাকা কেজি, পাংগাস মাছ ২৫০ টাকা কেজি, কাতল মাছ ২০০ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গরুর মাংস বিক্রি করতে দেখা গেছে ৫৫০ টাকা কেজি, খাসির মাংস ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি ১২০ টাকা, মাঝারি সাইজের কক মুরগি প্রকারভেদে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২২০ টাকা।

বাংলা৭১নিউজ/সি এইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com