রবিবার, ১১ মে ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

কঠোর বিধিনিষেধের প্রথম সকালটা যেমন চলছে

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৫০ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণরোধে আজ (বৃহস্পতিবার) ভোর ৬টা থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী কঠোর লকডাউন বাস্তবায়ন করতে কাকডাকা ভোর থেকে মাঠে ব্যাপক তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি ও পথচারীদের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছেন তারা।

অন্যান্যদিন চেকপোস্টগুলোতে হাতেগোনা দু-চারজন থাকলেও আজ প্রতিটি চেকপোস্টে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যকে দায়িত্বরত দেখা গেছে। তাদের মধ্যে ডিসি পর্যায়ের কর্মকর্তারাও সকাল থেকে মাঠে থেকে লকডাউন বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কর্তব্যরতরা জানিয়েছেন।

 

রাজধানীসহ সারাদেশের মানুষ যারা লকডাউনের কারণে ঘরবন্দি তাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেমন চলছে লকডাউনের সকালটা। তাদের জন্য এ প্রতিবেদক ঘণ্টাব্যাপী রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন।

সকাল সোয়া ৮টা। রাজধানীর নীলক্ষেত ট্রাফিক সিগন্যাল মোড়ে ঘুমঘুম চোখে একজন পুলিশ কনস্টেবল দাঁড়িয়েছিলেন। আলাপকালে তিনি বলেন, সকাল ৬টায় পোস্টে রিপোর্ট করেছি। তাই ঘুম থেকে আরও ঘণ্টাখানেক আগে উঠে রেডি হতে হয়েছে। গরমে রাতে ঘুম ভালো হয়নি। একে তো লকডাউন তারওপর যারা কাজে বের হবেন তারাও সকাল সকাল ততটা বের হননি। তাই একটু বিশ্রাম নিচ্ছি।

 

এ সময় পাশ দিয়ে দ্রুত বেগে হেঁটে যাচ্ছিলেন মধ্যবয়সী এক নারী। লকডাউনের সময় কোথায় যাচ্ছেন- এ কথা জিজ্ঞাসা করতেই তিনি থতমত খেয়ে বললেন, ‘স্যার, আমি ধানমন্ডি আইকেয়ার হাসপাতালে চাকরি করি, সেখানে যাচ্ছি।’

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে রহিমা খাতুন নামে ওই নারী জানান, তার বাসা লালবাগের শহীদনগরে। প্রতিদিন বাসা থেকে হেঁটে আজিমপুরে এসে বাসে ওঠেন। কিন্তু লকডাউনের কারণে বাস বন্ধ থাকায় এবং রিকশাভাড়া অনেক বলে হেঁটেই যাচ্ছেন। সকাল ৮টা থেকে ডিউটি হলেও ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তাড়াহুড়া করে যাচ্ছেন।

 

রাজধানীর মিরপুর রোডে গত তিন দিনের সকালের তুলনায় অপেক্ষাকৃত কম যানবাহন ও মানুষ চলাচল করতে দেখা যায়। জরুরি পণ্য বহনকারী যানবাহন ছাড়া অন্যকোনো যানবাহন খুব একটা চোখে পড়েনি। এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল মোড়ের সিগন্যালে চেকপোস্টে সাজ সাজ রব দেখা যায়।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিজে দাঁড়িয়ে থেকে চেকপোস্টের কাজ তদারকি করছিলেন। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সকাল ৬টা থেকে অপরাধবিভাগ ও ট্রাফিক বিভাগ ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সরকারি নির্দেশনা বাস্তবায়নে যৌথভাবে চেকপোস্ট করছে। প্রথম দুই ঘণ্টায় প্রজ্ঞাপন অনুসারে যে সকল যানবাহন বা মানুষ চলাচল করার কথা তাদেরই দেখতে পেয়েছেন বলে জানান।

 

রাজধানীর নিউমার্কেট, ধানমন্ডি, রমনা, তেজগাঁও ও কলাবাগান থানা এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে রাস্তায় চলাচলকারী যানবাহন ও মানুষকে বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছেন। তবে সাত সকালে বেশিরভাগ মানুষকে রিকশা, ভ্যান ও পিকআপে কারওয়ান বাজারসহ বিভিন্ন পাইকারি বাজার থেকে পণ্য কিনে ফিরতে দেখা যায়। এছাড়া জরুরী সেবায় নিয়োজিত বিভিন্ন পেশার মানুষকে পরিচয়পত্র সঙ্গে নিয়ে পথচলতে দেখা গেছে।

বাংলা৭১নিউজ/পিকে

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com