বাংলা৭১নিউজ, সিলেট প্রতিনিধি:
সিলেট মহানবী হযরত মুহাম্মদ (স.) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে মন্তব্যকারি হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার ভোর ৬ টার দিকে লালাখাল সীমান্ত এলাকায় ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়্যাল ম্যজিস্ট্রেট আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। এসময় আদালতের বিচারক খায়রুল আমিন তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সুজ্ঞান চাকমা।
পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন থকে সিলেটের জকিগঞ্জের বাসিন্দা ও হিন্দু মহাজোটের নেতা দাবীদার রাকেশ রায়ের ব্যবহৃত একটি ফেসবুক আইডি থেকে মহানবী মুহাম্মদ (সা.) ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্যের স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে।
বিষয়টি জানতে পেরে প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে জকিগঞ্জের সাধারণ মানুষ। রাকেশ রায়কে গ্রেফতারের দাবিতে উপজেলাজুড়ে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
গত সোমবার রাকেশ রায়ের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন ফুযায়েল আহমদ নামের এক ব্যক্তি।
বাংলা৭১নিউজ/জেএস