বাংলা৭১নিউজ,(নোয়াখালী)প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে বিআরটিসির বাসচাপায় এমএ ছিদ্দিক নাঈম (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় তার আরও এক বন্ধু আহত হয়েছে।
সোমবার সকালে সেনবাগ-ফেনী সড়কের তিন পুকুরিয়া চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতের নাম-পরিচয় জানা যায়নি।
সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, সকালে নাঈম তার এক বন্ধুকে নিয়ে কলেজে যাওয়ার পথে সামনে থাকা বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির বাস তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী নাঈম ঘটনাস্থলেই নিহত হয়।
বাংলা৭১নিউজ/এমএস