মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

উন্নয়নের সবচেয়ে বড় জোগানদার ব্যাংক: আতিউর রহমান

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে

ব্যাংক খাতকে উন্নয়নের সবচেয়ে বড় জোগানদার হিসেবে আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

তিনি বলেন, ‘আমরা সাধারণ মানুষের জন্য কাজ করছি- সেটা আমরা ব্যাংক খাতের মাধ্যমে প্রমাণ করেছি। আমাদের ব্যাংক খাত ডিজিটাল বাংলাদেশের প্রথম স্তম্ভ স্থাপন করেছে। বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংক খাত মূল্যস্ফীতিকে স্থিতিশীল করে।’

শনিবার (২৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ’ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

‘অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনায় ব্যাংক ও ব্যাংকারদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় ড. আতিউর রহমান বলেন, ‘আমাদের দেশে কৃষক থেকে শুরু করে সর্বস্তরের মানুষের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। গ্রামে-গঞ্জে ব্যাংকের উপশাখা আছে।

আমাদের অনলাইন ব্যাংকিং চলছে। ডিজিটাল ব্যাংকিংয়ের অংশ হিসেবে মোবাইল ব্যাংকিংসহ মোট ১৭ কোটি অ্যাকাউন্ট রয়েছে। এজেন্ট ব্যাংকিং রয়েছে সব জায়গায়। বাংলাদেশে যত ব্যাংক আছে সব ব্যাংকের মালিক আমানতকারীরা, এই আমানতকারীদের স্বার্থ দেখেন ব্যাংকাররা। সুতরাং সবাইকে সঙ্গে নিয়ে সব ধরনের কাজ এগিয়ে নিতে হবে।’

আলোচনা সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বলেন, ‘এদেশের মানুষকে ভালো রাখার জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন এগুলো নিয়ে কাজ করে। সরকারের যে লক্ষ্য, সরকার যেখানে যেতে চায়, সে জায়গায় পৌঁছে দিতে ব্যাংকাররা মাধ্যম হিসেবে কাজ করেন। সরকার এ জাতিকে এবং দেশকে যে উচ্চতায় নিয়ে যেতে চায়, সে উচ্চতায় যেতে আপনারা সহায়ক ভূমিকা পালন করে আসছেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি ড. তাপস চন্দ্র পাল। সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখার সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ড. আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com