বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে দুটি বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ১৫ জন। আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার আটিপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল সিকদার (৪২) ফরিদপুর জেলার কালাইয়া মাতুব্বরকান্দি গ্রামের বোরহান উদ্দিন সিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী প্রিয়া এন্টারপ্রাইজ পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ, গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা নিহত একজন ও আহত ১৫ জনকে উদ্ধার করে। আহতদের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ সময় প্রায় ৪০ মিনিট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে দুপুর ১২টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ