শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

ঈদ বাজারে বাহুবলী জ্বর

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ৩৭৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: বাহুবলী কাঁপিয়েছে ভারত। বাহুবলী কাঁপিয়েছে বিশ্ব। এবার ঈদ বাজার কাঁপাচ্ছে বাহুবলী। বাহুবলীর জ্বরে যখন কাবু পুরো ভারত তখন সেই উত্তাপ এসে লেগেছে দেশের ঈদ বাজারে। প্রতি বছরই দেখা যায় কোনো সিনেমা বা কোনো সিরিয়াল বা কোনো নায়িকার নামে পোশাক আসে। এ বছরও এর ব্যতিক্রম হয়নি।

এবার ঈদে তরুণীদের জন্য হাল ফ্যাশনে ১ নম্বরে রয়েছে বাহুবলী-১, বাহুবলী-২। এছাড়াও চাম্পা চামেলী দাস, সারারা, পঞ্চ, সাহেবা, আশীর্বাদ, সার্ক, ক্যাপ গাউন, বোম্বে বুটিকস্ ও দিল্লি বুটিকস্ এসব ভারতীয় পোশাক বাজার দখল করে রয়েছে। বাহুবলী-১ ও ২ এসব পোশাক তৈরি করা হয়েছে মটকা সিল্কের উপর কাতান কাপড় দিয়ে। এর দাম পাঁচ থেকে দশ হাজার টাকা।

সারারার দাম ৪ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। চাম্পা চামেলী দাসের দাম তিন থেকে দশ হাজার টাকা পর্যন্ত। সার্ক এর দাম ৪ থেকে ৬ হাজার পর্যন্ত। পঞ্চের দাম তিন থেকে পাঁচ হাজার পর্যন্ত। ক্যাপ গাউনের দাম পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত। আশীর্বাদের দাম তিন থেকে ছয় হাজার পর্যন্ত।

বসুন্ধরার ফ্যাশন প্যালেসের বিক্রেতা শফিকুল জানান, এ বছর বাহুবলী ও সারারার চাহিদা সবচেয়ে বেশি। কেন এই পোশাকের নাম বাহুবলী জানতে চাইলে তিনি জানান, বাহুবলী সিনোমাটা হিট হওয়ায় এই পোশাকের নাম বাহুবলী রাখা হয়েছে। এখন পর্যন্ত বাহুবলীই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। আশা করছি ১৫ রমজানের পর বিক্রি আরো বাড়বে।

তানহা বুটিস্ রিপন জানান চাম্পা চামেলী দাস এই পোশাকের চাহিদা রয়েছে। কিছুটা লেহেঙ্গা ধরনের এই পেশাকটি এবার ঈদে নতুন এসেছে। এছাড়াও সারারার চাহিদা রয়েছে বলে জানান তিনি। এদিকে সেমন্তী এসেছে ঈদের পোশাক কিনতে। তার পছন্দ বাহুবলী-২। সেমন্তী বলেন, বাহুবলী-২ কিনতে এসেছি।

কেন বাহুবলী পছন্দ জানতে চাইলে তিথি বলেন, বাহুবলীর সিনেমায় এ পোশাকটি দেখেছি। তখন থেকেই ইচ্ছে ঈদে এই পোশাকটি কেনার। তিথির পছন্দ সারারা। তিথি বলেন, ঈদের জন্য ভারতীয় পোশাকই তার পছন্দ। কারণ ভারতীয় পোশাক যত জাঁকজমক হয় দেশীয় পোশাক ততটা হয় না। সারারা পোশাকটিতে রাজকীয় ভাব রয়েছে। এ কারণে এ পোশাকটিই তার পছন্দ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com