বাংলা৭১নিউজ,ঢাকা : ঈদের ছুটিতে এবার চাঙ্গা হয়ে উঠেছে চলচ্চিত্র অঙ্গন। সারাদেশের সিনেমাহলগুলিতে দলে দলে দর্শকরা এসেছেন তাদের প্রিয় নায়ক নায়িকাদের ছবি দেখতে।
এবার ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে শিকারী, বাদশা, মেন্টাল ও সম্রাট শিরোনামের নতুন চারটি সিনেমা।
সংশ্লিষ্টরা বলছেন, ভালো সিনেমা তৈরি হলে দর্শক আসবেই। এবার ঈদের আগে থেকেই দর্শকদের আনাগোনায় মুখর ছিল প্রেক্ষাগৃহগুলো। নারী দর্শকের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য।
অধিকাংশ বড় হলেই বন্ধ ছিল টিকিট কাউন্টার। ব্ল্যাকে বিক্রি হয়েছে সিনেমার টিকিট। বেশি দামে হলেও দর্শকরা টিকিট কেটে দেখেছেন প্রিয় তারকাদের সিনেমা।
শাকিব অভিনীত তিন ছবি নিয়েই ভক্তদের মধ্যে ছিল বাড়তি উত্তেজনা। অপু বিশ্বাস, তিশা ও শ্রাবন্তীর সাথে শাকিবের রসায়ন দেখেতে দর্শকদের ছিল উপচেপড়া ভিড়।
বেলা বাড়ার সাথে সাথে প্রেক্ষাগৃহে বেড়ে যায় দর্শক সংখ্যা। বাংলা সিনেমা দেখতে দর্শকদের এমন উৎসাহ সাধারণত দেখা যায় না। ঈদ উপলক্ষ্যে চারটি বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ায় সবার মধ্যে এত আগ্রহ বলে জানিয়েছেন দর্শকরা।
এবারের ঈদের দিনের দর্শক আগ্রহ বলছে মুনাফার মুখ দেখবেন প্রযোজকরা, ঈদের বাকি দিনগুলোও এভাবে দর্শকরা আসবেন হলে এটাই তাদের প্রত্যাশা।
বাংলা৭১নিউজ/সিএইস