বাংলা৭১নিউজ, ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের নেতৃত্বে পাঁচ সদস্যেরর প্রতিনিধি দল এ বৈঠক করছেন।
আজ বুধবার আগারগাঁওর নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাকক্ষে বিকেল পৌনে ৫টায় এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে প্রতিনিধিদলে আরো রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও আবদুর রহমান, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার।
বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত আছেন সিইসি কে. এম. নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার ও শাহাদাৎ হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ও অতিরিক্ত সচিব মো. মোখলেচুর রহমান।
বাংলা৭১নিউজ/জেএস