বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

ইসলাম ধর্ম নয় রাজনৈতিক দল, অনুসারীরা যুদ্ধবাজ: গ্রিসের আর্চবিশপ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৬৫ বার পড়া হয়েছে

গ্রিসের আর্চবিশপ দ্বিতীয় আয়ারমুস বলেছেন, ইসলাম কোনো ধর্ম নয়, এটি একটি রাজনৈতিক দল, ব্যবসা। এর অনুসারীরা যুদ্ধবাজ। শনিবার (১৬ জানুয়ারি) দেশটির টেলিভিশনে প্রচার হওয়া ভাষণে মুসলমানদের কটাক্ষ করে তিনি আরও বলেন, তারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে; এটাই ইসলামের চরিত্র।

ইসলামকে আক্রমণ করে অ্যাথেন্সের আর্শবিশপের এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন গ্রিসের মুসলমানরা। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আরও সংযতপূর্ণ বক্তব্য জরুরি। বিশেষ করে করোনা মহামারির সময় যখন সারা দুনিয়ার মানুষ আটকে পড়ে আছে। 

ওয়েস্টার্ন থ্রেস তুর্কি মাইনোরিটি কনসালটেশন কাউন্সিল (বিটিটিএডিকে) এক বিবৃতিতে জানায়, গ্রিসের আর্চবিশপের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।

কাউন্সিলের টুইটার অ্যাকাউন্ট থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, করোনার মত কঠিন মহামারির সময়ে ইসলামবিরোধী বক্তব্যের বদলে আরও শান্তিপূর্ণ ভাষার ব্যবহার আমরা আশা করি।

ওয়েস্টার্ন থ্রেসের তুর্কি ইউনিয়ন জানথি, আয়ারমুসের বক্তব্য শুধু ইসলামের বিরুদ্ধে আক্রমণ নয়, বিদ্বেষপূর্ণ বলেও অভিহিত করেছে।

ইউনিয়নের ওয়েবসাইটে প্রকাশ করা বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের বক্তব্য যথেষ্ট অপমানজনক। গ্রিসের চার্চ থেকে এমন ভাষার ব্যবহার পরিস্থিতিকে কঠিন সংকটে ফেলবে। এ ধরনের বক্তব্য গ্রিসে ইসলাম বিদ্বেষ এবং বিদেশিদের প্রতি ঘৃণা ছড়ানোর একটি জঘন্য উদাহরণ। ভাষা সংশোধনের পাশাপাশি আয়ারমুসকে আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।

আয়ারমুসের বক্তব্যকে উদ্দেশ্যমূলক এবং ঈর্ষান্বিত বলে আখ্যা দিয়েছে ওয়েস্টার্ন থ্রেস ইমাম-খতিব স্কুলস গ্র্যাজুয়েটস অ্যান্ড মেম্বারস অ্যাসোসিয়েশন (বিআইএইচএলআইএমডিইআর)।

এক বিবৃতিতে বলা হয়, একজন সাধারণ মানুষ যেসব ভাষা ব্যবহার করতে পারে না একজন বিজ্ঞ লোক হয়ে তিনি কীভাবে এমন বক্তব্য দিলেন! আমরা তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার দাবি জানাচ্ছি। তার এমন ঐদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। শুধু মুসলমানদের কাছে নয়, বিদ্বেষ ছড়ানোর দায়ে আয়ারমুসকে পুরো মানবজাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাই।

আর্চবিশপের বক্তব্যের সঙ্গে ধর্মতাত্ত্বিক বা ঐতিহাসিক তথ্যগত কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ওয়াস্টার্ন থ্রেস মাইনোরিটি উইথ হাই এডুকেশন (বিটিএওয়াইটিডি)।

সংগঠনটির বিবৃতিতে বলা হয়, স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ একটি পদে থেকে একজন আর্চবিশপের এমন বক্তব্যে আমরা ব্যথিত, বিস্মিত।

ইস্টার্ন ম্যাসিডোনিয়া অ্যান্ড থ্রেসের উপপ্রধান আহমেত ইবরাম এক বিবৃতিতে আর্চবিশপের বক্তব্যকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন।

তিনি বলেন, ইসলামের অন্যতম ধর্মীয় বিশ্বাস শান্তিতে বসবাস করা। কোনো ধর্মের প্রতি বিদ্বেষ ও শত্রুতা পোষণ কখনোই মেনে নেয়া যায় না।

বাংলা৭১নিউজ/এআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com