ফিলিস্তিনে চলমান ইসরায়েলের হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে এক কর্মসূচির ডাক দেয়া হয়েছে। আজ শুক্রবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বাংলাদেশের প্রতিবাদী জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জায়নবাদী ইসরায়েলের শিশু হত্যা, নারী হত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে এ গণপ্রতিবাদ অনুষ্ঠিত হবে।
জমায়েতে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বিভিন্ন ধরনের শ্লোগান ও ফেস্টুন প্রদর্শনের পাশাপাশি প্রতিবাদী গান, কবিতা ও বক্তব্য পেশ করা হবে। উপস্থিত থাকবেন শিক্ষক, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, আর্টিস্ট, কবি, সংগীতশিল্পীসহ বিভিন্ন ঘরানার জনগণ। থাকছেন বিভিন্ন গণমুখী উদ্যোগের সামনের সারির সংগঠকরা।
এ উদ্যোগের প্রসঙ্গে বলা হয়, ‘বিশ্বের বিভিন্ন বড় বড় শহরে বিপুল সংখ্যক মানুষ এরই মধ্যে ফিলিস্তিনের পক্ষে তাদের জোরালো অবস্থান পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশের জনগণ সাংবিধানিক ও ঐতিহাসিকভাবে সবসময় ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে থেকেছে। এ নজিরবিহীন জায়নবাদী আগ্রাসন রুখতে বিশ্বব্যাপী যে সংহতি গড়ে উঠেছে, আমরা নিজেদের তার অংশ মনে করি।’
বাংলা৭১নিউজ/এসএইচ