সোমবার, ১২ মে ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

ইতিহাসে ‌বিখ্যাত কিছু চুম্বন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ১০৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক:‌ ‘‌চুম্বন শুধু চুম্বন নয়।’‌ শুধু প্রেমের প্রকাশ তো নয়ই। দু’‌জন রাষ্ট্রের প্রধান করলে, রাজনৈতিক। হোক প্রকাশ্যে, বিশেষ প্রেক্ষাপটে হলে ঐতিহাসিক। পর্দায় দেখতে ভাল লাগলে, আইকনিক। দুই বন্ধুর মধ্যে হলে বন্ধুত্ব বা শত্রুতা। আরও আরও অনেক। এ রকমই বেশ কিছু স্মরণীয় চুম্বনের তথ্য উপস্থাপন করা হলো:

* প্রথম নথিভুক্ত চুম্বন (‌খ্রিস্ট জন্মের অন্তত ১৫০০ বছর আগে)‌:‌ চুম্বনের উৎপত্তি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটা বিবাদ রয়েই গেছে। এক দল মনে করেন, চুম্বন কোনও একটি জায়গায় প্রচলিত হয়। তার পর তা ‘‌ট্রেন্ড’‌ হিসেবে ছড়িয়ে পড়ে গোটা দুনিয়ায়। অন্য দল মনে করেন, চুম্বন বরাবরই ছিল। দুনিয়ার সব জায়গায়, সব অঞ্চলে ছিল। তবে প্রথম এর উল্লেখ মেলে বেদে। খ্রিস্ট জন্মেরও ১৫০০ বছর আগে। একথা দাবি করেছেন টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভন ব্রায়ান্ট। মহাভারতেও এর উল্লেখ রয়েছে। বাৎস্যায়নের কামসূত্রে এই চুম্বন নিয়ে আস্ত পরিচ্ছেদই রয়েছে। ঐতিহাসিকদের মতে এই কামসূত্র লেখা হয়েছিল খ্রিস্ট জন্মের ৪০০ বছর আগে থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে কোনও এক সময়ে। মোদ্দা কথা ভারতীয় সাহিত্য, মহাকাব্যেই চুম্বনের প্রথম উল্লেখ রয়েছে।

* জুডাসের চুম্বন (‌প্রথম শতাব্দী)‌:‌ চুম্বন শুধুই রোম্যান্টিক‌!‌ নাহ্‌। তাহলে জুডাসের চুম্বন কী ছিল?‌ যিশুকে চুম্বন করেই চিনিয়ে দিয়েছিলেন বিশ্বাসঘাতক জুডাস। যাতে সেনারা তাঁকে নিয়ে গিয়ে খুন করতে পারেন। সাহিত্যে জুডাসের সেই চুম্বনকে বলা হয় ‘‌মৃত্যুর চুম্বন’‌ (‌কিস অফ ডেথ)‌। পরবর্তীকালে মাফিয়া, ভিলেনদের ঠান্ডা মাথার খুন দেখাতে এই ‘‌কিস অফ ডেথ’‌ অনুষঙ্গের ব্যবহার শুরু হয়। ‘‌গডফাদার ২’‌ মনে পড়ে!‌ আল পাচিনো ভাই ফ্রেডোকে দিয়েছিলেন সেই বিশ্বাসঘাতকতার পুরস্কার— ‘‌কিস অফ ডেথ’‌।

* ছবিতে প্রথম চুম্বন (‌১৮৯৬)‌:‌ প্রথম চুম্বনটা করেছিলেন মে আরইউন আর জন সি রাইস। একটি ছোট ছবি জন্য। ছবির নাম ছিল ‘‌মে আরউইন কিস’‌ বা ‘‌দ্য কিস’‌। সময়টা ১৮৯৬। নিউ জার্সির থমাস এডিসনস স্টুডিওতে গিয়ে ওই চুম্বনের দৃশ্যের শ্যুট করেন। যদিও পর্দায় ওই চুমুর দৃশ্য দেখে দর্শকদের খুব একটি শিহরণ জাগেনি। রোম্যান্টিকও মনে হয়নি। 

* পর্দায় কৃষ্ণাঙ্গদের প্রথম চুমু (‌১৮৯৮)‌:‌ সেন্ট সাট্‌ল এবং গার্টি ব্রাউন অভিনীত ‘‌সামথিং গুড–নিগ্রো কিস’‌ ছবিতে প্রথম কৃষ্ণাঙ্গদের চুম্বন দেখানো হয়। ১৮৯৮ সালে। শিকাগোতে চুমুর দৃশ্যের শ্যুট করেছিলেন এক শ্বেতাঙ্গ। নাম উইলিয়াম সেলিগ। সিনেমার অধ্যাপক অ্যালিসন নাদিয়া ফিল্ডের মতে, ওই ছবির চুম্বন ছিল সত্যিই স্বতঃস্ফূর্ত। আনন্দদায়ক।

* দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের দিন (‌১৯৪৫)‌:‌ ১৯৪৫ সালের ১৪ আগস্ট। জাপানকে পরাজিত করেছে মিত্রশক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ। নার্স গ্রেটা জিমারের ম্যানহাটনের অফিসে রোগীদের উচ্ছ্বাস। অস্ট্রিয়ায় অভিবাসী গ্রেটা বুঝে পাচ্ছেন না, কী করবেন। নার্সের পোশাকেই একছুটে চলে যান টাইমস স্কোয়্যার। সেখানে তখন বিজয়োৎসব চলছে। সকালে থেকেই মদ খাচ্ছিলেন নাবিক জর্জ মেনডোনসা। গ্রেটাকে অন্য এক নার্স বলে ভুল করেন। জয়ের আনন্দ প্রকাশ করতে তাঁকেই জাপটে ধরে চুমু খান। পিছনে তখন তাঁর বান্ধবী। মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন আলফ্রেড আইসেনস্টায়েড এবং ভিক্টর জরগেনসেন। সেই ছবি এখন ইতিহাস। সেই নিয়েই বিতর্কও কম হয়নি। নারীবাদীরা সমালোচনা করেছেন। তাঁদের দাবি, গ্রেটার সম্মতি ছাড়াই জোর করে করা হয়েছিল চুম্বন। গ্রেটা নিজেও পরে একটি সাক্ষাৎকারে সেই কথাই বলেন। 

* কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গের চুম্বন (‌১৯৬৮)‌: ইতিহাসে অন্যতম মাইলফলক বলে ধরা হয়। আমেরিকার একটি টেলভিশন শো ‘‌স্টার ট্রেক’‌–এ ছিল সেই দৃশ্য। উইলিয়াম শাটনার আর নিশেল নিকোল চুম্বন করছেন। টেলিব্রডকাস্টিং সংস্থা এনবিসি–র ভয় ছিল, সাদা চামড়ার আমেরিকানরা হয়তো বিষয়টি ভালো চোখে দেখবেন না। তাই ওই একই দৃশ্য দু’‌রকমভাবে শ্যুট করা হয়েছিল। দ্বিতীয়টিতে চুম্বন রাখা হয়নি। কিন্তু শাটনার আর নিকোল চুম্বন ছাড়া টেকগুলো ইচ্ছেকৃত খারাপ করেন। ফলে বাধ্য হয়েই এনবিসি–কে ওই চুম্বনের দৃশ্যই সম্প্রচার করতে হয়। 

* ‘‌সমাজতান্ত্রিক ভ্রাতৃত্বসুলভ’‌ চুম্বন (‌১৯৭৯)‌:‌ কোল্ড ওয়ারের সময় কমিউনিস্ট রাষ্ট্রের প্রধানরা প্রায়ই একে অপরকে চুমু খেয়ে অভিবাদন জানাতেন। ঠোঁটে বা গালে। একে বলা হত ‘‌সোশালিস্ট ফ্রেটারনাল কিস’‌। সেই চুম্বনের একটি বিখ্যাত ছবি ধরা পড়েছে ফরাসি ফটোগ্রাফার রেগিস বোসুর ক্যামেরায়। ১৯৭৯ সালে। সোভিয়েত ইউনিয়নের লিওনিল ব্রেজনেভ পূর্ব জার্মানির এরিখ হোনেকারের ঠোঁটে চুমু খাচ্ছেন।ইস্ট জার্মানিতে জার্মান ডেমোক্র‌্যাটিক রিপাবলিকের ৩০তম বার্ষিকী উদযাপনে গিয়ে এভাবেই হোনেকারকে অভিবাদন জানান ব্রেজনেভ। ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর ভেঙে পড়ে। তখন পূর্ব জার্মানির দিকে দেওয়ালে এই ছবিটি এঁকেছিলেন রুশ শিল্পী দিমিত্র ভ্রুবেল। তাঁর খোঁচা, ‘হে ঈশ্বর, ‌এই ভয়ঙ্কর প্রেম সামলাতে সাহায্য কর আমায়!‌’‌ 

বাংলা৭১নিউজ/বিকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com