বাংলা৭১নিউজ, ডেস্ক: মৌসুমটা সুখকর হয়নি তার। বার্সেলোনার হয়ে কোপা দেল রে’র শিরোপা ছাড়া আর কিছুই জেতা হয়নি। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হারতে হয়েছে লা লীগার খেতাব। মৌসুম শেষে লিওনেল মেসি অন্তত একটা পুরস্কার জিতলেন।
২০১৬-১৭ মৌসুমের জন্য ইউরোপিয়ান গোল্ডেন বুট-এর পুরস্কার পেয়েছেন বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড।
২০১৩-র পর প্রথম এবং ক্যারিয়ারে চতুর্থবার এই পুরস্কার জিতলেন তিনি। সদ্যসমাপ্ত লা লীগায় বার্সেলোনার হয়ে ৩৭ গোল করা মেসি এরআগে ২০১০, ২০১২ ও ২০১৩ সালে গোল্ডেন শু পুরস্কার জিতেছিলেন। ওয়েবসাইট।
বাংলা৭১নিউজ/সিএইস