মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

আমিন জুয়েলার্সের চুরি হওয়া স্বর্ণ ও টাকা ফরিদগঞ্জে উদ্ধার

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮
  • ৭৮৯ বার পড়া হয়েছে
ফাইল ছবি

বাংলা৭১নিউজ, চাঁদপুর প্রতিনিধি: রাজধানীর গুলশান-২ ডিসিসি মার্কেটের আমিন জুয়েলার্স থেকে চুরি হওয়া ২১৭ ভরি সোনা ও নগদ ১১ লাখ ২৪ হাজার টাকা ফরিদগঞ্জে চালের ড্রাম থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার পশ্চিম বড়ালী গ্রামে পুলিশ অভিযান চালিয়ে সোনা ও টাকা উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, চুরির সাথে জড়িত সাদ্দাম হোসেনের (২২) পিতা আমান উল্যাহকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম ও গুলশান থানা পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম জানান, শনিবার (১৪) এপ্রিল থেকে রোববার মধ্যরাতে রাজধানীর গুলশান-২ ডিসিসি মার্কেটের আমিন জুয়েলার্সে অভিনব পদ্ধতিতে চুরির ঘটনা ঘটে।

পরে মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে তিন চোরের অবস্থান সনাক্ত করা হয়। গত ১৬ এপ্রিল সোমবার গুলশান থানা পুলিশের পরিদর্শক আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ফরিদগঞ্জ থানায় অবস্থান নেয়। পরে ১৭ এপ্রিল মঙ্গলবার সকাল ৭ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। অভিযানে পৌর এলাকার বড়ালী গ্রামের দিঘির পাড়ের বাড়ি থেকে আমিন জুয়েলার্সে চুরি হওয়া ২১৭ ভরি সোনা ও নগদ ১১ লক্ষ ২৪ হাজার টাকা চালের ড্রাম থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকারের মধ্যে ছিলো হার, চুড়ি, গজ, কানের দুল, পেনটানা, টিকলী নোলক ও রিং।

এ ঘটনায় সাথে জড়িত সাদ্দাম হোসেন (২২) পলাতক রয়েছে। তবে সাদ্দামের পিতা আমান উল্যাহকে জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সাদ্দাম হোসেন পৌর এলাকার পশ্চিম বড়ালী ডাক্তার বাড়ির আমান উল্যাহর ছেলে। সে ঢাকার গুলশানে রড মিস্ত্রির কাজ করে। গত রোববার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে এবং তার নানার বাড়িতে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। নানার বাড়িতে বৃদ্ধ নানা-নানী থাকে।

জানা যায়, গুলশান -২ এর ডিসিসি মার্কেটের ছাদ কেটে চুরি এবং চুরি শেষে ছাদ ঢালাই করে রাখে চোরের দল। চুরির ঘটনায় আমিন জুয়েলার্সের পক্ষ থেকে জানানো হয় আনুমানিক ৩০০ ভরি সোনা ও ২৪ লাখ টাকা খোয়া গেছে। গত পয়লা বৈশাখের পরদিন রোববার সাপ্তাহিক ছুটির কারনে মার্কেট বন্ধ ছিলো। সোমবার সকালে দোকান খুলে দেখা যায় দোকানের ছাদ কেটে সোনা ও নগদ টাকা চুরি হয়েছে।

এদিকে পুলিশ চাঁদপুর জেলা পরিষদ সদস্য মোহাম্মদ সদস্য সাইফুল ইসলাম রিপনের উপস্থিতিতে স্বর্ণগুলো পরিমাপ করে এবং জব্দ তালিকা প্রস্তুত করে। বিষয়টি জেলা পরিষদ সদস্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com