মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

আমনের বাম্পার ফলনে ঘরে ঘরে নবান্ন উৎসব

লালমনিরহাট প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩ বার পড়া হয়েছে

দিগন্ত বিস্তৃত আমনের ক্ষেত, সোনামাখা রোদে মাঠে মাঠে ঝলমলিয়ে উঠছে সোনালি ধান। সেই ধানের ঝিলিক যেন ছড়িয়ে পড়েছে লালমনিরহাটের কৃষকদের চোখেমুখে। জেলার ৫ উপজেলায় চলতি মৌসুমের অগ্রহায়ণ মাস জুড়ে আমন ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার উৎসব চলছে।

জানা গেছে, চলতি মৌসুমে রোগবালাই ও আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলনে কৃষকের মুখে যেন হাসির ঝিলিক। বাজারে ১২শ থেকে সাড়ে ১২শ টাকায় বিক্রি হচ্ছে প্রতি মণ ধান। এ বছর প্রতি বিঘায় ২৫ থেকে ৩০ মণ ধান পাওয়ার আশা কৃষকদের।

সরেজমিনে দেখা গেছে, ফসলের মাঠজুড়ে কিষাণ-কৃষাণী ব্যস্ত সময় পার করছেন। আমন ধান ঘরে তোলা, মাড়াই, সিদ্ধ ও শুকাতে ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষকের ঘরে ঘরে চলছে নবান্ন উৎসবের আমেজ।

কৃষকরা বলছেন, সার, কীটনাশক ও শ্রমিকের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। অন্যান্য বছরের তুলনায় আবহাওয়া অনুকূলে থাকায় পোকামাকড়ের আক্রমণও কম। ফলে এ বছর ভালোই ফলন হয়েছে। দামও ভালো পাওয়া যাচ্ছে।

লালমনিরহাট কৃষি বিভাগের তথ্যমতে, এ মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমনের বাম্পার ফলন হয়েছে। আশা করি এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। জেলায় ৮৬ হাজার ৫৫০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এ বছর তা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত জেলায় ৯০ ভাগ ধান কর্তন হয়েছে।

হাতীবান্ধা উপজেলার নিজ শেখ সুন্দর গ্রামের আকবর আলী বলেন, এই এলাকায় রাস্তাঘাট না থাকায় আমাদের প্রতিবছর আমন ধান পরিবহনে বাড়তি টাকা খরচ হচ্ছে।

সদর উপজেলার কৃষক মহসিন আলী বলেন, বাজারে দিন দিন সার কীটনাশকের দাম বৃদ্ধি পাচ্ছে। এভাবে দাম বৃদ্ধি পেলে আমাদের চাষাবাদ বন্ধ হয়ে যাবে। সরকারের কাছে জোর দাবি, যেন সারের মূল্য কমিয়ে দেয়।

হাতীবান্ধা উপজেলার কৃষি অফিসার মিজানুর রহমান বলেন, মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আমনের বাম্পার ফলন হয়েছে। এই ফলনের মধ্য দিয়েই আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা।

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. সাইফুল আরিফিন বলেন, এ বছর জেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর পোকামাকড় আক্রমণ কমই দেখা গেছে। আমাদের কৃষি অফিসাররা প্রতিটি ইউনিয়নের কৃষকদেরকে আধুনিক চাষ আমাদের জন্য সহযোগিতা করে আসছে। পাশাপাশি কৃষকরা ধানের ভালো দামও পাচ্ছেন।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com