বাংলা৭১নিউজ,ঢাকা: মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠার পর দাম কমে স্বস্তি ফিরেছিল পাবনার পেঁয়াজের বাজারে।কিন্তু শুক্রবার থেকে এলাকায় আবারো দাম বেড়েছে পেঁয়াজের। এতে দুর্ভোগে পড়েছেন ভোক্তারা।
তারা বলছেন, প্রশাসনের নজরদারির অভাবে পেঁয়াজ নিয়ে ইচ্ছে মতো দাম নিচ্ছে ব্যবসায়ীরা।
বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। দু’দিন আগেও যে পেঁয়াজের দাম ছিল কেজি প্রতি ৯০ থেকে ১শ’ টাকা। হঠাৎ করেই পেঁয়াজের দাম প্রতি কেজিতে প্রায় ৮০ টাকা বেড়ে যাওয়ায় ক্ষুদ্ধ ক্রেতারা।
শনিবার দুপুরে পাবনার বড় বাজারে পেঁয়াজ কিনতে এসেছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আমজাদ হোসেন। তিনি বলেন, ’গত সপ্তাহেও পেঁয়াজ কিনেছি ৯০ টাকা কেজিতে। আজ সেই পেঁয়াজ কিনতে হচ্ছে ১৭০ টাকায়। আগে যেখানে এক কেজি কিনতাম। দাম বাড়ার কারণে এক পোয়া কিনে বাড়ি ফিরতে হচ্ছে।’
অপর ক্রেতা সাজ্জাদ হোসেন অভিযোগ করে জানান, সিন্ডিকেটের কারণে কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে। সরকারের কোনো নজরদারি নেই। সব দুর্ভোগ-কষ্ট পোহাতে হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষকে।
এ বিষয়ে পেঁয়াজের পাইকারী আড়তদার আব্দুস সালাম ও আবুল কাশেম জানান, এখানে সিন্ডিকেটের কিছু নেই। পেঁয়াজের দাম বাড়ার কারণে কৃষক মুড়িকাটা পেঁয়াজ দ্রুত তুলে বিক্রি করে দেয়। বর্তমানে নতুন পেঁয়াজের আমদানি নেই, বাজারে সংকট দেখা দেয়ায় দাম বেড়েছে।
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজহার আলী জানান, এবছর পাবনায় নয় হাজার ৮০০ হেক্টর জমিতে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ আবাদ করা হয়েছে। এর বিপরীতে পেঁয়াজ উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ২৪ হাজার মেট্রিক টন। এতে বাজারে পেঁয়াজের সঙ্কট হবার কথা নয়।
বাংলা৭১নিউজ/এসএইচ