শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

আবারও বিতর্কে ‘বস ২’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭
  • ১১৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: আগামী ঈদুল ফিতরে দেশজুড়ে যৌথ প্রযোজনার ছবি বস ২ মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু সেন্সর ছাড়পত্র পাওয়ার আগেই ছবির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ছবির একটি গান নিয়ে জটিলতা কাটতে না কাটতেই সেন্সর বোর্ডের প্রাথমিক প্রিভিউ কমিটির বিবেচনায় কিছু অনিয়ম ধরা পড়েছে। তাঁরা জানিয়েছেন, অভিনয়শিল্পী নির্বাচনের বেলায় যৌথ প্রযোজনার নীতিমালা মানা হয়নি ছবিতে। গত মঙ্গলবার ছবিটির প্রিভিউ করার পর এ তথ্য জানান কমিটির প্রধান বিএফডিসির (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা) ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ।

বাংলাদেশের যৌথ প্রযোজনার নীতিমালায় আছে, ছবি নির্মাণে সবকিছুতেই দুদেশের অর্ধেক অর্ধেক অংশগ্রহণ থাকতে হবে। কিন্তু বস ২ ছবিতে অন্য সব ক্ষেত্রে দুদেশের সমান অংশগ্রহণ থাকলেও অভিনয়শিল্পী নির্বাচনের বেলায় নীতিমালা মানা হয়নি।

তপন কুমার ঘোষ বলেন, ‘বস ২ ছবিতে বাংলাদেশ থেকে নুসরাত ফারিয়া, অমিত হাসান ছাড়া তেমন কেউ নেই। বেশির ভাগ শিল্পীই ভারতের। আমার কাছে মনে হয়েছে, অভিনয়শিল্পীদের বেলায় এখানে যৌথ প্রযোজনার নীতিমালা মানা হয়নি।’

এখন এর সমাধান কী হবে? জানতে চাইলে কমিটির এই প্রধান বলেন, ‘আমরা প্রাথমিক প্রিভিউ করে যা পেয়েছি, সঠিক তথ্য নোট করে তথ্য মন্ত্রণালয়ের বরাবর পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। সেখানে চূড়ান্ত সেন্সর হবে ছবিটির। এরপর মন্ত্রণালয়ই সিদ্ধান্ত দেবে।’

এদিকে যৌথ প্রযোজনার নীতিমালা মেনেই ছবিটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন ছবির বাংলাদেশ অংশের প্রযোজক ও পরিচালক আবদুল আজিজ। তিনি বলেছেন, ‘ছবিতে দুই দেশের অভিনয়শিল্পী সমান সমানই আছে। বাংলাদেশের অনেক নতুন শিল্পী এখানে কাজ করেছেন, প্রিভিউ বোর্ডের সদস্যরা হয়তো তাঁদের চিনতে পারেননি।’

বস ২ ছবিটি ভারতের অংশ থেকে প্রযোজনা করেছে জিৎ এন্টারটেইনমেন্ট লিমিটেড। ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন জিৎ, শুভশ্রী ও নুসরাত ফারিয়া। উল্লেখ্য, কয়েক দিন আগে নবাব ও বস ২ ছবি দুটি যৌথ প্রযোজনার নীতিমালা ভঙ্গ করেছে কি না, বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণের জন্য চলচ্চিত্র ঐক্যজোট প্রাথমিক প্রিভিউ বোর্ড বরাবর চিঠি দেয়। তখন থেকেই বস ২ ছবিটি নিয়ে শুরু হয় বিতর্ক।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com