বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে সড়ক দুর্ঘটনায় শাহীন হোসেন (১৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সে সান্তাহার পৌর এলাকার চা-বাগান মহলল্লার রিপন খানের ছেলে ।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর একটারদিকে শহরের কলেজ রোডে রেলওয়ে হাসপাতালের সামনে একটি ব্যাটারী চালিত অটোরিক্সা অপর অটোচার্জারকে ওভারটেংকিং করার সময় আটোচার্জার দুটি উল্টে গিয়ে অটোচার্জারে ছাদে থাকা এ্যঙ্গেল লেগে গলা কেটে ও থুথি থেতলে গিয়ে। ঘটনাস্থলেয় যাত্রী শাহীন মারা যায়। এ ব্যাপারে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মূসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস