বাংলা৭১নিউজ,ঢাকা: ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ব্যাংকের সবধরনের লেনদেন বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এ দিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়। এ দিন ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হয় না। তবে এ সময় গ্রাহকরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন।
এদিকে ব্যাংক হলিডে উপলক্ষে লেনদেন কার্যক্রম বন্ধ থাকলেও ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের সুবিধার্থে সব তফসিলি ব্যাংক বিকেল ৪টা পর্যন্ত শুধু নির্বাচনী লেনদেন করবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলা৭১নিউজ/সি এইস