বাংলা৭১নিউজ,ডেস্ক: শীতের তীব্রতা বাড়তে থাকায়, স্বাভাবিক জীবনে ছেদ পড়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুঁলিয়ায় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, চলমান তাপমাত্রা আরও কমতে পারে। এদিকে, ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেড লাইট জ্বালিয়ে, যানবাহন চলাচল করতে হচ্ছে। নদ-নদীতে নৌ চলাচল বিঘ্নিত হওয়ায়, ব্যাহত হচ্ছে চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা।
কনকনে ঠাণ্ডা থেকে বাঁচতে গরম কাপড়ের দোকানে ভিড় করছেন মানুষ।
হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। এসময় শিশুদের প্রতি বেশি সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের।
বাংলা৭১নিউজ/এমএস