সোমবার, ১২ মে ২০২৫, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

“আগামী দিনের চ্যালেঞ্জ বিবেচনায় রেখে নিজেদের প্রস্তুত করুন”

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৫ জুলাই, ২০১৭
  • ১৭৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী দিনের চ্যালেঞ্জ বিবেচনায় রেখে নিজেদের প্রস্তুত করুন। বাংলাদেশ দিনে দিনে অন্যরকম হয়ে যাচ্ছে। এ উন্নত বাংলাদেশের চাহিদার সাথে সমন্বয় করে করেই আপনাদের গড়ে তুলতে হবে।

নতুন নতুন ইস্যুর সাথে সাইবার সিকিউরিটি বিষয়েও আপনাদের অভিজ্ঞতা বাড়ানো উচিত। নিজেদের আধুনিক ও যুগোপযোগী করতে পারলেই সময়ের চাহিদা দ্রুত পুরণ করা সম্ভব।

প্রতিমন্ত্রী গতকাল বিয়াম মিলনায়তনে যাপাসিটি বাইল্ডিং এন্ড ইমপ্লিমেন্টেশন সাপোর্ট ফর পাওয়ার সেক্টও এজেন্সিস (সিবিআইএসপি)
প্রকল্পের আওতায় ‘‘পাওয়ার পার্সেস এগ্রিমেন্ট (পিপিএ) এবং কেস সিমিউলেশন’’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, পিপিএ সফলভাবে করতে নেগসিয়েশন- এর উপর দক্ষতা প্রয়োজন। এ জন্য ট্যারিফ, পিপিআর, ল্যান্ড লীজ এগ্রিমেন্ট, ইপিসি কন্ট্যাক্ট, আর্থিক নিয়মাবলী জানা আবশ্যক। নিড এসেসমেন্ট স্কিল এবং ম্যানেজারিয়েল স্কিল বাড়ানো প্রয়োজন।

unnamed

পাবলিক প্রাইভেট পার্টনারশীল (পিপিপি)- এর ক্রমবর্তন ও ইতিহাস উল্লেখ করে রিকার্ডো এনার্জি ও এনভয়ারমেন্টের প্রোগ্রাম করডিনেটর নজরুল ইসলাম বলেন, বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থের বিনিয়োগ প্রয়োজন। ৯ দিন ব্যাপী এ প্রশিক্ষণে ১৮০ জন প্রশিক্ষণার্থী ৫ জন করে ৩৬টি গ্রপে প্রশিক্ষণ নিবেন। বিদ্যুৎ বিভাগ ও এর আওতাধীন কোম্পানিসমূহ হতে কর্মকর্তাবৃন্দকে এই প্রশিক্ষনের জন্য নির্বাচন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আগামী এক বৎসরে তিন শত থেকে চারশত ইঞ্জিনিয়ারদের দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের জন্য দেশের বাইরে পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে। এখান থেকে কেউ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে, কেউ এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে, কেউ আইটি খাতে হাতে কলমে প্রশিক্ষণ নিবেন।

তিনি বলেন, সময়ের মধ্যে আমাদের কাজ করতে হয়। রিক্স ফ্যাক্টরগুলো দ্রুত সরিয়ে সাফল্য পেতে হয়। সময়ের সাথে সাথে দ্রুত কাজ করার জন্যই বিদ্যুৎ বিভাগ ১০০ ভাগ এডিপি বাস্তবায়ন করছে।

প্রকল্প পরিচালক ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মাহবুব-উল-আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে রিকার্ডোর জ্বালানি বিষয়ক পরিচালক জোনাথন হেজকক বক্তব্য রাখেন।

বাংলা৭১নিউজ/এসএইচবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com