বাংলা৭১নিউজ, ঢাকা: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিয়া পারভীন পপি। দীর্ঘদিন চলচ্চিত্র ও মিডিয়া থেকে নিজেকে আড়ালে রেখেছেন তিনি।
অনেক দিন ধরেই নতুন কোনো চলচ্চিত্রেও চুক্তিবদ্ধ হননি এই অভিনেত্রী। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পায়নি বলে মিডিয়ার অনেকের অভিযোগ। অবশেষে আড়াল ভেঙ্গে শুটিংয়ে ফিরলেন পপি।
গত ৩০ আগস্ট থেকে জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত ‘সোনা বন্ধু’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এতে তার সঙ্গে শুটিংয়ে অংশ নেন ডি এ তায়েব। এ সিনেমায় ডি এ তায়েবের বিপরীতে অভিনয় করছেন পরীমনি।
গত বছর ৬ জুন থেকে সিনেমার শুটিং শুরু হয় টাঙ্গাইলে। এরপর দেশের বিভিন্ন স্থানে দৃশ্যধারণের কাজ হয়েছে।
শুভ টেলিফিল্মস’র ব্যানারে নির্মিতব্য এ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ম. ম. রুবেল। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, মমতাজ, সালমাসহ আরো অনেকে।
সম্প্রতি পপি অভিনীত ‘পৌষ মাসের পিরিত’ শিরোনামের সিনেমাটি মুক্তি পেয়েছে। এ সিনেমার সংবাদ সম্মেলনেও দেখা যায়নি পপিকে। এ জন্য সিনেমাটির নির্মাতা নারগিস আক্তার অভিযোগ করেন- বার বার ফোন করা সত্যেও পপি আসেননি।
এর আগে নিজেকে আড়ালে রাখার কারণে জসীম উদ্দিনের ‘দ্য আমেরিকান ড্রিমস’ শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হলেও এর কিছুদিন পর তাকে বাদ দিয়ে অন্য শিল্পীকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন।
পপি অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব সিনেমাগুলোর শুটিং অনেক আগে শেষ করেছেন। তবে সিনেমাগুলো কবে নাগাদ মুক্তি পাবে এ ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে- ‘শর্টকাটে বড়লোক’, ‘লীলামন্থন’, ‘দুই ভাইয়ের যুদ্ধ’, ‘জীবন যন্ত্রণা’।
বাংলা৭১নিউজ/সিএইস