শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

অনাস্থা ভোটে টিকে গেলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

পার্লামেন্টে অনাস্থা ভোটে টিকে গেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। 

বুধবার পার্লামেন্টে অনাস্থা ভোটে তিনি বিরোধী দলগুলোর চ্যালেঞ্জকে পরাজিত করেছেন। যারা তাকে তার বাবা বিলিয়নেয়ার সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার পুতুল বলে অভিযোগ করেছিলেন।

৩৮ বছর বয়সী কন্যা পেতংতার্নের দেশ ব্যবস্থাপনা এবং অভিজ্ঞতার অভাবের বিরুদ্ধে বিরোধী দলগুলোর সমালোচনার মুখে দুই দিনের বিতর্কের পর এমপিরা তার পক্ষে ৩১৯ ভোট এবং বিপক্ষে ১৬২ ভোট দিয়ে অনাস্থা প্রস্তাবটি বাতিল করে দেন, সাতজন ভোটদানে বিরত ছিলেন। পার্লামেন্টের মোট ভোটার ছিল ৪৮৮।

ভোটে জয়ের পর পেতংতার্ন তার সমর্থকদের ধন্যবাদ জানান। ফেসবুকে এক বার্তায় তিনি লিখেছেন, সকল ভোট, পক্ষে এবং বিপক্ষে, আমাকে এবং মন্ত্রিসভাকে জনগণের জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে।

আধুনিক থাই ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও বিতর্কিত রাজনীতিবিদ থাকসিন সিনাওয়াত্রা দীর্ঘ ১৫ বছরের স্বেচ্ছানির্বাসন কাটিয়ে ২০২৩ সালে দেশে ফিরে আসেন।

ঐতিহাসিক দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মামলায় আট বছরের কারাদণ্ডের কয়েক মাস তিনি একটি পুলিশ হাসপাতালে কাটানোর পর রাজা তাকে ক্ষমা করে দেন। তার সাথে এমন নম্র আচরণ একটি গোপন চুক্তির গুজবকে উস্কে দেয়। 

৭৫ বছর বয়সী থাকসিন ২০০১-২০০৬ সালের শাসনামলে উন্নয়নের জন্য লাখ লাখ দরিদ্র থাইলান্ডবাসীর মধ্যে জনপ্রিয়। কিন্তু দেশের রক্ষণশীল অভিজাতরা তাকে ঘৃণা করে। যারা তাকে দুর্নীতিগ্রস্ত এবং কৌশলী বলে মনে করে।

আদালতের আদেশে প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে ক্ষমতাচ্যুত করার পর, থাকসিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক আন্দোলনের সর্বশেষ রূপ ফিউ থাই পার্টির নেতৃত্বে গঠিত জোট সরকারের প্রধান হিসেবে গত বছর পেতংতার্ন প্রধানমন্ত্রী হন।

নিন্দা বিতর্কের সময় প্রধান বিরোধী দল পিপলস পার্টির একজন স্পষ্টভাষী আইনপ্রণেতা রাংসিমান রোম, পেতংতার্র্নকে তার বাবার প্রতি অগ্রাধিকারমূলক আচরণের জন্য অভিযুক্ত করেন।

তিনি সংসদে বলেন, আপনার বাবাকে অন্যান্য বন্দীদের চেয়ে ভালো অবস্থায় আনার জন্য আপনি একটি দানবীয় চুক্তি করেছেন। 

বিরোধী দলের এমপিরা পেতংতার্নের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়া এবং গত মাসের শেষের দিকে চীনে ফেরত পাঠানো ৪০ জন উইঘুরের মামলাটি ভুলভাবে পরিচালনা করার অভিযোগও করেছেন।

উইঘুরদের প্রত্যাবাসনের ফলে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় ওঠে এবং ওয়াশিংটন কিছু থাই কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে।

সূত্র : আল-জাজিরা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com