ঢাকায় কয়েক দিনের তীব্র গরমের পর অবশেষে নেমেছে স্বস্তির বৃষ্টি। শনিবার (১৪ জুন) ভোর থেকে বাড়তি তাপমাত্রার দাপট থাকলেও দিনের অর্ধেক সময়জুড়েই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এরপর দুপুর দেড়টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় হালকা বৃষ্টি। হঠাৎ নেমে আসা এ বৃষ্টি ঢাকার বাসিন্দাদের মধ্যে এনে দেয় খানিকটা প্রশান্তি।
রাজধানীর উত্তরা, খিলক্ষেত, বাড্ডা, মালিবাগ, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সকাল ৭টার বুলেটিনে জানানো হয়েছিল, ঢাকায় দিনভর আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকতে পারে। তবে এর ব্যতিক্রম ঘটেছে দুপুরের পরপরই।
আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। কিন্তু দুপুরের পর বৃষ্টির কারণে বাতাসের গতিপথ ও গতি উভয়ই কিছুটা পরিবর্তন হয়েছে। হালকা দমকা হাওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, বাড্ডা, মালিবাগ, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির দেখা মেলে।
বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে আসায় তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে থাকা নগরবাসীর মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: bangla71news@gmail.com; editorbangla71news@gmail.com। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025