ইরানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার প্রতিশোধ নিতে প্রস্তুতি নিচ্ছে ইরান। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৯ শতাংশ বেড়ে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে।
সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন বলা হয়েছে, শুক্রবার (১৩ জুন) জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৬.২৯ ডলার বা ৯.০৭ শতাংশ বেড়ে ৭৫.৬৫ ডলার হয়েছে। একই কারণে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৬.৪৩ ডলার বা ৯.৪৫ শতাংশ বেড়ে ৭৪.৪৭ ডলারে দাঁড়িয়েছে।
ইসরায়েলের হামলায় ইরানের ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক পোস্টে সংস্থাটি এ তথ্য জানায়।
নিহত বিজ্ঞানীরা হলেন আবদুলহামিদ মিনুচেহর, আহমদরেজা জুলফাগারি, সৈয়দ আমিরহোসেইন ফাকিহি, মোতলাবিজাদে, মোহাম্মদ মাহদি তেহরানচি ও ফেরেইদুন আব্বাসি।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরিও নিহত হয়েছেন বলে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন, এখন পর্যন্ত পাঁচ ধাপে ইরানের বিভিন্ন স্থাপনায় এই হামলা চালানো হয়েছে।
অন্তত আট স্থানে শতাধিক বিমান হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
সূত্র: রয়টার্স
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025