নিজেদের আকাশসীমায় ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধ করছে জর্ডান।
জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন গুলি করে ভূপাতিত করেছে দেশটির বিমান বাহিনীর যুদ্ধবিমান ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
জর্ডানের সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ডের একটি সামরিক সূত্রের বরাত দিয়ে পেত্রা জানিয়েছে, রয়েল জর্ডানের বিমানগুলো নিজের আকাশসীমার সুরক্ষা এবং দেশ ও এর নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ‘উচ্চ স্তরের প্রস্তুতিতে কাজ করছে’।
সূত্রটি আরও জানিয়েছে, সামরিক মূল্যায়নের ভিত্তিতে এই প্রতিরোধ অভিযান চালানো হয়েছে। জনবহুল এলাকাসহ জর্ডানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে হতাহতের ঘটনা ঘটতে পারে।
পেত্রা জানিয়েছে, জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে যে, তারা কোনও পরিস্থিতিতেই দেশের আকাশসীমা লঙ্ঘন করতে দেবে না।
উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত গভীর রাত থেকে ইরানের পারমাণবিক ও সামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে দফায় দফায় হামলা চালিয়েছে জর্ডানের প্রতিবেশী দেশ ইসরায়েল।
এরপর পাল্টা জবাব হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইরান।
সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025