ভারতের গুজরাটে উড়োজাহাজ দুর্ঘটনায় এক যাত্রী প্রাণে বেঁচে গেছেন বলে দাবি করেছেন আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএ মালিক। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানান, পুলিশ তাঁকে খুঁজে পেয়েছেন। জীবিত উদ্ধার ১১এ আসনের ওই যাত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন, তার চিকিৎসা চলছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বেঁচে যাওয়া ওই যাত্রীর নাম রমেশ বিশ্বাসকুমার বুচারভাদা। তিনি বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের ১১এ-সিটে বসেছিলেন। ৩৮ বছরের রমেশ ঘটনার সময় উড়োজাহাজটি থেকে ঝাঁপ দেন।
এদিকে, ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আহত রমেশ দুর্ঘটনাস্থল থেকে হেঁটে যাচ্ছেন।
বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে যান ভারতের অসামরিক উড়োজাহাজ পরিবহন মন্ত্রী কে রামমোহন নায়ডু। তিনি জানিয়েছেন, উড়োজাহাজটির সকল আরোহীই দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঠিক তার পরেই সংবাদ সংস্থা এএনআই আহমেদাবাদের সিপিকে উদ্ধৃত করে জানিয়েছে, এ ঘটনায় প্রাণে বেঁচেছেন একজনই।
সিপি দাবি করেন, সব মিলিয়ে কতজনের মৃত্যু হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। যেহেতু লোকালয়ে উড়োজাহাজটি ভেঙে পড়েছে, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
সূত্র : ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার পত্রিকা।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025