নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) বিকেলে কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন হাজিরটেক এলাকার আবদুর রহমানের মেয়ে খাদিজা (১১) এবং আবদুর রহমানের ভাগ্নে ইউসুফের মেয়ে ইসরাত (১২)। তারা দুজনই ঢাকায় একটি মাদরাসায় পড়াশোনা করতেন।
স্থানীয় পল্লী চিকিৎসক সিকান্দার আবু জাফর জানান, বিকেল ৩টার দিকে পুকুরের ঘাটলায় গোসল করতে নেমে পানিতে ডুবে যায় তারা। এর কিছুক্ষণ পর প্রতিবেশী সাব্বির হোসেন গোসল করতে পানিতে নামলে তার পায়ে খাদিজার নিথর দেহ লাগে। তখন তাদের উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, তারা ঢাকা থেকে এখানে বেড়াতে এসেছিলেন। পরিবারের সদস্যদের কোনো আপত্তি না থানায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025