ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে চারদিনের আলোচনা শেষ হয়েছে। ভারতের সরকারি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কিছু কৃষিপণ্য ও শিল্পসামগ্রী যাতে ভারতের বাজারে ঢুকতে পারে তার জন্য শুল্ক কমানো এবং শুল্কের বাইরে অন্য বাধা শিথিল করা নিয়েই মূলত কথা হয়েছে।
দুই দেশের স্বার্থে একটি চুক্তির কাজে এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হবে।
ভারত ও আমেরিকার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের এই বৈঠক ছিল রুদ্ধদ্বার। ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন রাজেশ আগরওয়াল, তার সঙ্গে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের পক্ষে বাণিজ্য দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। দুই পক্ষই কাস্টমস ব্যবস্থায় উন্নতি ও বাণিজ্য সহযোগিতার ওপর জোর দিয়েছে।
সূত্র জানিয়েছে, আলোচনা চলবে। যত তাড়াতাড়ি সম্ভব দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করা হবে। এই মাসের শেষের মধ্যে দুই দেশ অন্তর্বর্তী চুক্তি করতে চাইছে।
ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এখন সুইজারল্যান্ডে আছেন, সেখানে তিনি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য নিয়ে কথা বলছেন।
তিনি জানিয়েছেন, ভারত আগে যে সব সমস্যা অপেক্ষাকৃত সরল তা মেটাতে চাইছে। তারপর জটিল সমস্যা নিয়ে আলোচনা হবে। সেপ্টেম্বর বা অক্টোবরে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির সম্ভাবনা রয়েছে।
ভারত অনুরোধ করেছিল, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে ১০ শতাংশ প্রাথমিক শুল্ক বসিয়েছেন, তা প্রত্যাহার করে নিতে। কিন্তু যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে, যুক্তরাজ্যের সঙ্গে সম্প্রতি যে চুক্তি হয়েছে, তাতেও ১০ শতাংশ শুল্ক রাখা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএন
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025