‘ফ্যাসিবাদীদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদ এখনো যায়নি। এখনো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে, এমনকি লালমনিরহাটেও কয়েকটি ঘটনার কথা শুনেছি।’
শনিবার (১৯ এপ্রিল) সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে এক জনসভায় এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াত ফ্যাসিবাদের বিরুদ্ধে আছে এবং এই ফ্যাসিবাদ দূর করতে কাজ করছে বলেও জানান জামায়াতের আমির।
তিনি বলেন, যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এটা দৃশ্যমান হতে হবে। আর একটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুটি ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না।
প্রধান উপদেষ্টার উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। কালো টাকা ও পেশিশক্তির প্রভাবযুক্ত নির্বাচন দেখতে চাই না। সেজন্য অবশ্যই নির্বাচনের সমতল মাঠ তৈরি করতে হবে।
ভারতের সঙ্গে সম্প্রীতি, শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে প্রতিবেশী হিসেবে বসবাসের দাবি জানিয়ে জামায়াতের আমির বলেন, আমরা ভালো থাকলে তারাও ভালো থাকবে। আমাদের ভালো কেড়ে নিলে ভারতকে চিন্তা করতে হবে তারা ভালো থাকবে কি না।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনো কিছু কু-রাজনৈতিক চাঁদাবাজি-দখলবাজি করছে। ফ্যাসিবাদের বিদায় হলেও ফ্যাসিবাদ যায়নি। জামায়াত ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
জামায়াতে ইসলামির লালমনিরহাট জেলা আমির অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে ও জামায়াতের লালমনিরহাট জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুর সঞ্চালনায় জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। লালমনিরহাট জেলার উন্নয়ন ও সমস্যা সম্ভাবনা তুলে ধরেন। এসময় দুজন সনাতনী শাখার নেতাও বক্তব্য রাখেন।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025