নারীদের জন্য ঋতুস্রাবের যন্ত্রণা বেশ কষ্টকর। তবে পুরুষদের অনেকেই সেই যন্ত্রণা নিয়ে সংশয় প্রকাশ করেন। যে কারণে নারীরাও দাবি করেন, জীবনে একবার এই যন্ত্রণা সহ্য করলে, হাড়ে হাড়ে টের পেতেন পুরুষরা।
এই তর্ক-বিতর্কের মাঝে সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋতুস্রাবের ব্যাথা নিয়ে পুরুষদের একহাত নিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর।
ঋতুস্রাবের সময় বহু মহিলার মেজাজ বিগড়ে থাকে। সেকথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, “যদি আমি কোনও কথা বলতে চাই বা তর্ক করি তাহলে অনেক পুরুষই জানতে চান, এটা কি মাসের সেই সময়? যদি সত্যি কোনও পুরুষ মহিলাদের শারীরিক সমস্যা নিয়ে উদ্বিগ্ন হন তাহলে এই প্রশ্ন করা উচিত নয়।
তার বলা উচিত, এটা কি মাসের সেই সময়? আপনার কিছুটা সময়ের প্রয়োজন? আমাদের সবসময় হরমোন নিয়ন্ত্রণে থাকে না। আমরা যে যন্ত্রণা সহ্য করি, তা পুরুষরা সহ্য করলে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেত।”
অভিনেত্রীর এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই সোশাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। অধিকাংশ নারী তার পাশে দাঁড়িয়েছেন। যদিও পুরুষেরা জাহ্নবীর এই মন্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর বলিউডে পা দিয়েছেন বেশ কয়েক বছর হলো। নানা কারণে জাহ্নবী খবরে থাকলেও, তার সিনেমার ক্যারিয়ার এখনও বেশ টলমলে। গত বছর ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘উলঝা’, ‘দেভারা: পার্ট ১’ মুক্তি পেয়েছে।
অভিনেত্রী বর্তমানে ‘তুলসী কুমারী’ নিয়ে ব্যস্ত। চলতি বছর ছবি মুক্তির কথা। এরপর তেলুগু ছবি ‘পেড্ডি’তে কাজ করার কথা তার। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ২৭ মার্চ ছবি মুক্তির কথা। আসন্ন ছবিগুলো জাহ্নবীর ভাগ্য ফেরাতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025