‘তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা’ -গানটি রায়হান রাফী পরিচালিত ‘‘তুফান’ সিনেমার গান। মেগাস্টার শাকিব খান টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে এই গানে তুমুল নেচেছিলেন। গানটি প্রকাশের পর দেখা গিয়েছিল- শাকিব খানের সিনেমা যারা দেখেননি, তারাও গানটির সঙ্গে নাচছেন।
মুক্তির পর থেকেই দেশ-বিদেশের কয়েক শ ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর মেতে উঠেছিলেন এই গানের সুরে। সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিলো- যারা মূলত হিন্দি বা দক্ষিণি সিনেমা এবং সিরিজের রিভিউ করেন এমন ইউটিউবাররাও প্রশংসা করেছিলেন। বাণিজ্যিক সিনেমার গান হিসেবে ‘অসাধারণ’ তকমা পেয়েছে গানটি।
সম্প্রতি শাকিব খান এবং প্রীতমের সঙ্গে এই গানে নেচেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। প্রীতম এবং শাকিব খানের সঙ্গে নাচার অভিজ্ঞতা গণমাধ্যমে শেয়ার করেছেন তাসনিয়া।
তিনি বলেন, ‘‘যখন রিহার্সেল করেছিলাম তখন প্রীতম ভাইয়া বা শাকিব ভাইয়াকে তো পাইনি। কিন্তু পুরো ব্যাপারটা আগে থেকেই স্ক্রিপ্টেড ছিল। সবকিছু মিলে আমাদের একটা প্ল্যান ছিল। কিন্তু মঞ্চে যাওয়ার পরে কিন্তু কখনোই বোঝা যায় না, কি হতে পারে। তবে আমাদের রিহার্সেলের চেয়েও অনেক বেশি বেটার হয়েছে। আমরা সবাই খুব এনজয় করেছি, নেচেছি। ’’
উল্লেখ্য, গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গায়িকা কনা ও পশ্চিমবঙ্গের গায়ক আকাশ সেন। গানের কথা ও সুরও করেছেন আকাশ।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025