আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র বলেছে, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৯২ কিলোমিটার (৫৭ মাইল) গভীরে।
আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে আঘাত হানা ভূমিকম্প পাকিস্তানের বিভিন্ন অঞ্চলেও অনুভূত হয়েছে। এর মধ্যে ইসলামাবাদ, লাহোর, পেশোয়ার, রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকা উল্লেখযোগ্য।
সবচেয়ে তীব্র কম্পন হয়েছে খাইবার পাখতুনখোয়ার লোয়ার দির, বাজাউর, মালাকান্দ, নওশেরা, দির বালা, শাবকাদার ও মোহমান্দ এলাকায়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগেও, গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের কিছু অংশে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এক সপ্তাহের ব্যবধানে পাকিস্তানে এটি দ্বিতীয় ভূমিকম্প।
পাকিস্তানে প্রায়ই মাঝারি থেকে তীব্র মাত্রার ভূমিকম্প আঘাত হানছে। ২০০৫ সালে দেশটিতে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে ৭৪ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।
সূত্র: রয়টার্স, এএনআই।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025