মার্কিন নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়নে পানামা মেরিটাইম কর্তৃপক্ষ ২০১৯ সাল থেকে ৬৫০টির বেশি জাহাজের নিবন্ধন বাতিল করেছে। এছাড়া এসব জাহাজে পতাকা বহন করার ক্ষেত্রে কঠোর নীতি আরোপ করা হয়েছে।
সোমবার (২ জুন) এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গত বছর থেকে নিষেধাজ্ঞা কার্যক্রমে সহায়তা করার জন্য প্রায় ২১৪টি জাহাজ পানামা নিবন্ধন থেকে প্রত্যাহার করা হয়েছে। পানামার কাছে ৮ হাজার ৫০০টির বেশি জাহাজের নিবন্ধন রয়েছে।
নিবন্ধন কার্যক্রম থেকে বাদ দেয়ায় এসব জাহাজ আর পানামার পতাকা নিয়ে চলাচল করতে পারবে না।
যুক্তরাষ্ট্র ভিত্তিক আইনি পরামর্শমূলক বেসরকারি সংস্থা ইউনাটেড অ্যাগিনেস্ট নিউক্লিয়ার ইরানের (ইউএএনআই) সমালোচনা করে প্রতিবাদ জানিয়েছে পানাম। সংস্থাটি গত সপ্তাহে অভিযোগ করে, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে পানামা যথাযথ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
এজন্য সংস্থাটি পানামার কাছে অনুরোধ জানায়, দ্রুত সময়ের মধ্যে যেন তারা ইরানের অবৈধ তেল বাণিজ্য সুবিধা বন্ধ করে এবং ইরানের তেল বহনকারী সমস্ত ট্যাংকার থেকে পাতাকা সরিয়ে ফেলে।
ইউএএনআইয়ের মতে, পানামার পতাকাবাহী পাঁচটি জাহাজের মধ্যে অন্তত একটি জাহাজ ইরানের তেল পরিবহন করে।
সংস্থাটি আরও জানায়, এটি শুধু পানামার নিবন্ধন ব্যর্থতা নয়। এটি সরাসরি বৈশ্বিক নিষেধাজ্ঞা মেনে চলা এবং আঞ্চলিক ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি।
২০১৯ সালে পানামা লাইবেরিয়া এবং মার্শাল দ্বীপপুঞ্জসহ অন্যান্য দেশের পতাকাবাহী জাহাজের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। মূলত যেসব জাহাজের নিষেধাজ্ঞা লঙ্ঘনের কারণে নিবন্ধন বাতিল করা হয়েছে তাদের মধ্যে তথ্য-প্রদানে এই চুক্তি করা হয়। পাশপাশি পানামা এমন সব জাহাজের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে যারা পণ্য সরবরাহের সময় ট্রাকিং এড়াতে ট্রান্সপন্ডার বন্ধ করে রাখে।
মে মাসে পানামা মেরিটাইম কর্তৃপক্ষ জানায়, নিষেধাজ্ঞা এড়ানো বা পরিবেশগত বিধিনিষেধ উপেক্ষা করার উদ্দেশ্যে ‘ডার্ক-ফ্লিট’ ট্যাংকারগুলোর ব্যবহার বেড়ে যাওয়ায় তারা পানামার পতাকাবাহী জাহাজ থেকে জাহাজ কার্যক্রমে নিয়ন্ত্রণ আরও জোরদার করবে।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহায়তা করার জন্য বড় জাহাজ নিবন্ধনকারী দেশগুলোর ওপর চাপ বাড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষিদ্ধ তেল পরিবহনকারী ‘ডার্ক ফ্লিট’ ট্যাংকার বহরের সম্প্রসারণের সমালোচনা করেছেন এবং পানামা খাল দখলের হুমকি দিয়েছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025