রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১ জুন) রাতে এ ঘটনা ঘটে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক এইচ এম এ বাশার জানান, রবিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে নাখালপাড়া মহাখালী রেলগেটের মাঝামাঝি পাগলার পুলের কাছ থেকে এক যুবকের (৪০) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরনে প্যান্ট ও গেঞ্জি ছিল।
তিনি আরও জানান, রাত ১টা ১০ মিনিটের দিকে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
অপরদিকে, মহাখালী এলাকা থেকে রবিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে আতিক নামের এক যুবককে (৩০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
এ ছাড়াও, টঙ্গী রেলস্টেশন ট্রেনে কাটা পড়ে দ্বিখন্ডিত হয়ে সুমা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সুমা নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার দিয়ার গ্রামের যতনের মেয়ে। তার স্বামীর নাম মো. রানা।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025