ঈদকে সামনে রেখে প্রতিদিন বিকাশ অ্যাকাউন্টে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণ করে প্রথম সপ্তহে ১৪ জন বিজয়ী জিতে নিয়েছেন হাইসেন্স ডিপ ফ্রিজ এবং ৪৩-ইঞ্চি হাইসেন্স স্মার্ট টিভি।
৫ জুন পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে প্রতিদিন সর্বোচ্চ রেমিট্যান্স নেওয়ার ভিত্তিতে প্রথম সপ্তাহের এই পুরস্কার দেওয়া হয়।
পাশাপাশি ১০ হাজার (সরকারি ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা ছাড়া) বা এর বেশি টাকার রেমিট্যান্স নিলেই প্রবাসীর স্বজনরা পাচ্ছেন পাঁচশ টাকার নিশ্চিত ডিসকাউন্ট কুপন।
সম্প্রতি বিকাশ’র প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কারের স্মারক তুলে দেন ফেয়ার গ্রুপের গ্রুপ হেড অব মার্কেটিং জে এম তসলিম কবীর ও বিকাশ’র হেড অব রেমিটেন্স মোহাম্মদ জাহিদুল আহসান। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একজন গ্রাহক ক্যাম্পেইন চলাকালে একবারই ফ্রিজ/টিভি ও ডিসকাউন্ট কুপন পেতে পারবেন। প্রতিদিন ফ্রিজ ও টিভি বিজয়ীসহ সব বিজয়ীদের কুপনগুলো স্বয়ংক্রিয়ভাবে তাদের বিকাশ অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাচ্ছে।
দেশজুড়ে বিস্তৃত ফেয়ার ইলেকট্রনিক্স স্মার্ট প্লাজা থেকে হাইসেন্সের ফ্রিজ-টিভি কেনার সময় বিকাশ-এর মাধ্যমে পেমেন্ট করে কুপনগুলো ব্যবহার করা যাবে।
ক্যাম্পেইনটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বিকাশ’র অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের এই https://www.bkash.com/page/rem-eid-anondo-june লিংকে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025