ইরানি ধর্মীয় নেতা গোলাম রেজা গাসেমিয়ানকে মুক্তি দিয়েছে সৌদি আরব।
বৃহস্পতিবার ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ’র বরাত দিয়ে তেহরান থেকে এএফপি জানায়, গোলাম রেজা গাসেমিয়ানকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি ইরানের পথে রয়েছেন। ইরানি কর্মকর্তাদের অনুরোধ ও তদবিরের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইরান জানায়, সোমবার অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে গ্রেফতার করা হয়। যেখানে গাসেমিয়ানকে সৌদি সরকারের সমালোচনা করতে দেখা যায়। এরপর থেকেই ইরানি কনস্যুলেটের পক্ষ থেকে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠক করা হয়।
সূত্র: নিউ আরব, এএফপি
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025