আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
বুধবার (২৮ মে) ডিএনসিসি কার্যালয়ের সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রস্তুতিসভায় এ কথা বলেন তিনি।
সভায় জানানো হয়, প্রতিটি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনার জন্য ১৫ জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে। কোরবানির দিন থেকে দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণে তারা কার্যকর ভূমিকা পালন করবেন।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, শহর পরিচ্ছন্ন রাখতে যারা দিন-রাত পরিশ্রম করেন, তাদের স্বাস্থ্যবিমার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। জনবল সংকট দূর করতে শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে।
তিনি সংশ্লিষ্ট সকলকে কোরবানির বর্জ্য দ্রুত ও সুষ্ঠুভাবে অপসারণে প্রস্তুত থাকার নির্দেশ দেন।
সভায় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম-সহ বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025