১৮ দিন পর আবারও সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (২৭ মে) ভোরে তাদেরকে পুশইন করা হয়। ২৩ জনের মধ্যে ৭ জন নারী ও ৭ পুরুষ এবং ৯ জন শিশু রয়েছে। সীমান্ত থেকে সকালে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় বিজিবি সদস্যরা তাদেরকে কুশখালী বিজিবি ক্যাম্পে হেফাজতে রাখে।
এঘটনার প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের আওতাধীন কুশখালি বিওপির একটি প্রতিনিধি দল ভারতীয় বিএসএফ কৈজুরী ক্যাম্পের বিষয়টি নিয়ে কথা বললেও কোনো সুরাহা হয়নি।
পরে বিকেল সাড়ে তিনটার দিকে বিজিবি তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করেন। ভারতীয় পুলিশ ও বিএসএফ কর্তৃক পুশইনের শিকার ২৩ বাংলাভাষী নাগরিকরা জানান তারা অধিকাংশই ভারতের হরিয়ানা রাজ্যের বিভিন্ন ইটভাটায় ১০ থেকে ১৫ বছর ধরে কাজ করতেন। এদের অধিকাংশের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়।
সাতক্ষীরা সদর থানার ওসি আমিনুল হক জানান, পুশইন ২৩ নারী পুরুষ শিশু বাংলাদেশি নাগরিকদের প্রত্যেককে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, গত ৯ মে সাতক্ষীরা সুন্দরবনের মধ্যে নদীপথ দিয়ে তিন ভারতীয় নাগরিকসহ ৭৮ জনকে পুশইন করে বিএসএফ। তাদেরকে সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন গহীন সুন্দরবনের মান্দারবাড়ীয়া চর এলাকায় নদী পথ দিয়ে বাংলাদেশে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025