মোহাম্মদপুরের কিশোর গ্যাং গ্রুপের মদদদাতা এক্সেল বাবুকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, কথিত বিএনপি নেতা এক্সেল বাবু ‘কবজি কাটা’ গ্রুপের প্রধান আনোয়ারের আশ্রয়দাতা হিসেবে পরিচিত।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে, এক্সেল বাবু আনোয়ারকে মদদ দিতেন এবং আড়াল থেকে তার অপরাধ কর্মকাণ্ডের সহায়তা করতেন। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এক্সেল বাবু ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025