দেশের চলমান অস্থিরতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য দূর করে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জৈষ্ঠ সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব মারুফ কামাল খান।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাজনৈতিক দলগুলোকে এ আহ্বান জানান তিনি।
মারুফ কামাল খান তার পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের রাষ্ট্র ও রাজনীতির সব পক্ষকেই বলি, মহাবিপর্যয় ডেকে আনতে না চাইলে সংঘাতের পথ ছেড়ে সমঝোতার পথ ধরুন। দ্বন্দ্ব-সংঘাত ছেড়ে ঐকমত্যের পথ ধরে এগুবার চেষ্টা করেন। কোনো রাজনৈতিক দল নিজেদেরকে বর্তমান ইন্টেরিম সরকারের সরকারি দল বা বিরোধী দল হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন না।’
রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে দিয়ে বিএনপি চেয়ারপারসনের সাবেক এই প্রেসসচিব বলেন, ‘এই ইন্টেরিম সরকার ফেল করলে ঐক্যমত্যের ভিত্তিতে আরেকটা সরকার গঠন প্রায় অসম্ভব হয়ে যাবে এবং তখনই শুরু হবে এক ভয়াবহ নৈরাজ্য। আরো অনিশ্চিত হয়ে পড়বে জাতীয় নির্বাচন।’
দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে মারুফ কামাল খান লিখেছেন, ‘সঙ্গত কারণেই দলগুলোর মধ্যে মোটাদাগে আমার খানিকটা পক্ষপাত রয়েছে বিএনপির প্রতি। একজন শুভানুধ্যায়ী হিসেবে উদারপন্থি ধারার পাশাপাশি বিএনপিতে এখন কট্টরপন্থি ধারাকে প্রবল হয়ে উঠতে দেখে আমি আতঙ্ক বোধ করি।’
তিনি আরও লিখেছেন, ‘উদারনৈতিকতা ও মধ্যপন্থাই বিএনপির পথ। বিএনপির রাজনীতি জাতীয় ঐক্য ও সংহতির। সৌজন্য ও বিনয়ই বিএনপির রাজনৈতিক সংস্কৃতির এক মহামূল্যবান উপকরণ। দুই হাতে ডান ও বামদের ধারণ করে বিএনপি মেইনস্ট্রিম-এ থেকে মাঝপথ ধরে এগিয়ে যাবে। ঔদ্ধত্য, অহংকার ও চরমপন্থা বিএনপিকে একমাত্র ধ্বংসের দিকেই নিয়ে যেতে পারে। সীমান্তের বাইরের কাউকে প্রভু নয়, সবাইকে বন্ধু করেই পথ চলতে হবে দেশপ্রেমিক, জাতীয়তাবাদী, গণতান্ত্রিক শক্তিকে।’
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025