পাকিস্তানের পূর্ব-মধ্য পাঞ্জাব প্রদেশে শনিবার প্রবল ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯২ জন। এছাড়া ঝড়ে বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়ি ও পুরোনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)-এর উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্য দ্য ডন জানিয়েছে পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ বাড়িঘর ধসে এবং অনিরাপদ স্থানে অবস্থান করার ফলে ১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
প্রচণ্ড বাতাসে একটি স্থানীয় কারখানার ছাদ ধসে পড়লে এক কর্মীর মৃত্যু হয় এবং আরও পাঁচজন গুরুতর আহত হন বলে জানিয়েছে রাষ্ট্র পরিচালিত পাকিস্তান টেলিভিশন।
এছাড়া একজন ব্যক্তি বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। ঝড়ে আরও বেশ কয়েকটি কাঁচা ও জরাজীর্ণ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে শুক্রবার, পিডিএমএ পাঞ্জাবের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, ধুলোর ঝড় এবং বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে সতর্কবার্তা জারি করেছিল।
পিডিএমএ এক বিবৃতিতে জানিয়েছে, “বজ্রপাত থেকে বাঁচতে নিরাপদ স্থানে থাকুন। খোলা জায়গায় থাকবেন না। অপ্রয়োজনে বাইরে বের হবেন না এবং ধীরে গাড়ি চালান।”
সূত্র: আনাদোলু এজেন্সি
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025