ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন ও মাসিক কিস্তির টাকা প্রদান করা যাবে।
ইসলামী ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে এক সমঝোতা স্মারক সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলনকক্ষে স্বাক্ষরিত হয়।
অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান।
এসময় জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা ও এ.ওয়াই.এম. জিয়াউদ্দীন আল-মামুন, উপসচিব সিরাজাম মুনিরাসহ বিভিন্ন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দ ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025