ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইয়ের শিকার হয়েছেন আন্তর্জাতিক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুন হৃদয়।
শুক্রবার (২৩ মে) সকালে কেরানীগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে বুড়িগঙ্গা সেতু-৩ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুটি ক্যামেরা, দুটি মোবাইলসহ মানিব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনার পরপরই তিনি কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, বুড়িগঙ্গা সেতু-৩ এলাকা-সংলগ্ন পথটি দীর্ঘদিন ধরে ছিনতাইপ্রবণ। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
ছিনতাইয়ের শিকার মুন হৃদয় বলেন, শুক্রবার সকালে আমরা কেরানীগঞ্জে একটি কাজে গিয়েছিলাম। কাজ শেষে কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অবস্থিত বুড়িগঙ্গা সেতু-৩ দিয়ে ফেরার সময় হঠাৎ একটি মোটরসাইকেলে করে তিনজন আমাদের সামনে এসে থামে। কিছু বুঝে ওঠার আগেই একজন আমার পেটে চাইনিজ কুড়াল ঠেকিয়ে বলে—“তোর কাছে যা আছে, সব দে।”
মুন হৃদয় আরও বলেন, ছিনতাইকারীরা আমার কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়। এ ছাড়া আমার সহকর্মী ইমরানের ক্যামেরাটিও নিয়ে যায়। সব মিলিয়ে আমাদের তিন লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। তারা আমাদের একেবারে নিঃস্ব করে দিয়েছে।
কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, এলাকাটি খুবই খারাপ। খুবই দুঃখজনক ঘটনা। আমি অভিযোগ পেয়েছি। আমাদের টিম কাজ করছে এটা নিয়ে।
উল্লেখ্য, মুন হৃদয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং একজন প্রতিভাবান ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার। তার তোলা ছবি ন্যাশনাল জিওগ্রাফিসহ আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। তিনি Siena Awards এবং UNESCO Silk Road প্রতিযোগিতায় সম্মাননা অর্জন করেছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025